সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৪ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ, ৯ম (বিশেষ শর্তাধীনে) ও সমমান শ্রেণিতে শিক্ষার্থীর তথ্য HSP-MIS - এ এন্ট্রির কাজ চলছে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৪ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ, ৯ম (বিশেষ শর্তাধীনে) ও সমমান শ্রেণিতে শিক্ষার্থীর তথ্য HSP-MIS - এ এন্ট্রির কাজ চলছে। HSP-MIS এ অন্তর্ভূক্ত অন্যান্য মোবাইল ব্যাংকিং একাউন্ট নগদে রূপান্তরের ক্ষেত্রে একই অভিভাবকের একাধিক সন্তান উপবৃত্তিপ্রাপ্ত হলে একটি একাউন্ট পিতার নামে এবং অন্য একাউন্ট মাতা বা বৈধ অভিভাবকের নামে খুলে এন্ট্রি করতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ নতুন নগদ একাউন্ট খোলার মিনিমাম ১২ ঘন্টা পর একাউন্ট সার্ভারে সক্রিয় হয়। তাই অন্তত একাউন্ট খোলার ১২ ঘন্টা পর ডাটা এন্ট্রি করার চেস্টা করুন।